Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গোসাইরহাটে অগ্নিকাণ্ডে ১৮টি কৃষিপণ্যের গুদাম পুড়ে ছাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গোসাইরহাটে অগ্নিকাণ্ডে ১৮টি কৃষিপণ্যের গুদাম পুড়ে ছাই

November 09, 2024 02:06:09 PM   স্টাফ রিপোর্টার
গোসাইরহাটে অগ্নিকাণ্ডে ১৮টি কৃষিপণ্যের গুদাম পুড়ে ছাই

শরীয়তপুর জেলার গোসাইরহাটে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি কৃষিপণ্যের গুদাম পুড়ে গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার দাসের জঙ্গল বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এবং ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে স্থানীয়রা দেখতে পান একটি গুদামে আগুন জ্বলছে। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ১৮টি গুদাম পুড়ে যায়। এসব গুদামে মরিচ, সয়াবিন, পাট, সরিষাসহ অন্যান্য কৃষিপণ্য মজুদ ছিল।

ব্যবসায়ী বিল্লাল জানান, আগুন লেগেছে এমন খবর পেয়ে তিনি তার তিনটি গুদামসহ ১৮টি গুদামের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, যার পরিমাণ অন্তত ৩০ লাখ টাকা।

গোসাইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন মন্ডল জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি, তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন। তিনি উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন।