Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে মোতাওয়াল্লী সোবহান সরকারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে মোতাওয়াল্লী সোবহান সরকারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

July 18, 2022 05:47:18 AM  
গাজীপুরে মোতাওয়াল্লী সোবহান সরকারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে মোতাওয়াল্লী সোবহান সরকারের ইন্তেকাল উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ। গাজীপুর চান্দনা চৌরাস্তা জামে মসজিদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মোতাওয়াল্লী মরহুম সোবহান সরকারের ইন্তেকাল উপলক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার দুপুরে মহানগরের চৌরাস্তা এলাকায় অবস্থিত গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের নিজস্ব অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মোতাওয়াল্লী সোবহান সরকার চলতি মাসের ১১ জুন (সোমবার) স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ কয়েকবছর যাবত গাজীপুর চান্দনা চৌরাস্তা জামে মসজিদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছিলেন।

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানার জাতীয় শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থী ও গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান খান, গাজীপুর কাঁচামাল আড়ৎদাড় মালিক গ্রুপের সত্বাধিকারী মো. শহিদুল ইসলাম সরকার।

আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মন্ডল, আওয়ামী মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমাছ হাওলাদার মিন্টু, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আব্দুল জলিল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিসুজ্জামান অনিক সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।