Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটে যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটে যুবকের মৃত্যু

July 18, 2022 06:36:34 AM  
গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটে যুবকের মৃত্যু

গাবতলী (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্রকরে প্রতিপক্ষের মারপিটে প্রাণ গেল মামুন (২৫) নামের এক যুবকের । সে গাবতলী উপজেলা  রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টাইরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে । গত শনিবার  এক ফুটবল খেলার আয়োজন করা হয়।

এই খেলাকে কেন্দ্র করে একই গ্রামের বাবু মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (৩৩) ঘটনার দিনগত রাত ১০ টায় মামুন গ্রামের পিন্টুর মুদি দোকানের বেঞ্চের উপর বসে থাকা অবস্থায় পিছন থেকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে।

স্থানীয় কিছু লোকজন আহত মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মামুনের মৃত্যু হয় ঘটনার পর থেকে হামলাকারী খোকন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে।  এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খোকনকে গ্রেফতার করতে পুলিশের চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এজাহার দায়েরের প্রস্তুুতি চলছে।