
বিপ্লব রহমান, গাবতলী সংবাদদাতা:
বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ বটতলায় জাগরণ মোবাইল এন্ড ইলেকট্রনিক এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বগুড়া গাবতলী উপজেলা সৈয়দ আহম্মেদ কলেজ বটতলা জাগরণ মোবাইল এন্ড ইলেকট্রনিক উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন, জাগরণ রক্ত দান সংগঠনের সভাপতি ও মাহী মোবাইল এন্ড ইলেকট্রনিক সত্তাধিকারী মোঃ মাহী এনাম মাহবুব।
এ সময় উপস্থিত ছিলেন, জাগরণ শো-রুমের প্রোপাইটর.নারুয়ামালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ এজাজুল হক এজাজ । এছাড়া উপস্থিত ছিলেন. পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী তরিকুল ইসলাম, সমাজ সেবক রেজাউল করিম, পাভেল, রিবনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।