Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ে টাস্কফোর্স কমিটি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ে টাস্কফোর্স কমিটি

March 02, 2025 07:40:41 PM   দেশজুড়ে ডেস্ক
ঘিওরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ে টাস্কফোর্স কমিটি

ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা দিনভর মনিটরিং অভিযান চালিয়েছেন।

২ মার্চ (রবিবার) সকাল থেকে উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে চাল, ডাল, শাকসবজি, মাছ, মাংস, ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের ওপর এই মনিটরিং চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছমা সুলতানা নাসরীন।

অভিযানকালে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পাকা রশিদ ও ক্যাশ মেমো চেক করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণে জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় মূল্য তালিকা না থাকা, ভারী ওজনের ঠোঙ্গা দিয়ে ফল বিক্রি এবং অবৈধভাবে ভারতীয় চিনি বাজারজাত করায় ৪ দোকানীকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম, সেনিটারি ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক আল মামুন, মোঃ জাহাঙ্গীর আলম, হুমায়ন খালিদ খান সবুজসহ বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।