
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পৃথক দুটি অভিযানে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ২ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়েছে। ঘিওর ইউনিয়নের শ্মশান ঘাট নামক স্থানে ১ হাজার মিটার পাইপ এবং বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আরেকটি ১ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়েছে।
শনিবার, ২২ মার্চ, রাত আনুমানিক ৯:৩০ টার সময় এই অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী। অভিযানের সময় তিনি জানান, দুটি পৃথক স্থানে নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ পেয়ে তিনি উক্ত স্থানগুলোতে যান, কিন্তু সেখানে কোনো আসামি পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এই অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে প্রশাসন আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।