
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী মোল্লার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঘিওর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ঘিওর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঘিওর পূর্বপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে ঘিওর থানার (ওসি তদন্ত) মোহাম্মদ কোহিনূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মেঝবা উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী মোল্লা তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।