
আল মামুন:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার আঙ্গুরপাড়া গ্রামে মায়ের উপর অভিমান করে গলায় ওড়না পেছিয়ে সিফাত (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
সিফাত ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের আঙ্গুর পাড়া গ্রামের মোঃ হোসেনে মিয়ার ছেলে এবং বালিয়াখোরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো।
পরিবারের সদস্যরা জানায়, সোমবার দুপুরে খাবার নষ্ট করায়। এ নিয়ে সোহাগের মা তাকে বকাঝকা করে। এতে মায়ের উপর অভিমান করে বিকেলে সবার অজান্তে তাদের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পুখুরিয়া চকের মাঝখানে ডাঙ্গার চালায় হিজুল গাছের সাথে ওড়না দিয়ে গলায় পেচিয়ে আত্মহত্যার করে সিফাত।
এসময় তার মা ভাই এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি মাইকিং করে সিফাতের খোঁজ চালায়। পুখুরিয়া চকে কাজ করতে আশা কিছু লোকের মাধ্যমে জানতে পারে সিফাতকে ডাঙ্গার ওইদিকে যেতে দেখেছি পরে আনুমানিক সন্ধ্যা ৮ ঘটিকার সময় এলাকার লোকজন সহ ছেলের মামা ডাঙ্গার চালায় গিয়ে সিফাতকে হিজুল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, বিভিন্ন সময় মা বকাঝকা করতেন এবং আজও খাবার নষ্ট করা নিয়ে তাদের মধ্যে রাগারাগি হয়। আর এই অভিমান থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানতে পেরেছি। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।