Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় পটুয়াখালীর গলাচিপায় তৎপর স্বেচ্ছাসেবীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় পটুয়াখালীর গলাচিপায় তৎপর স্বেচ্ছাসেবীরা

May 14, 2023 11:44:10 AM   উপজেলা প্রতিনিধি
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় পটুয়াখালীর গলাচিপায় তৎপর স্বেচ্ছাসেবীরা

পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল এর নির্দেশনায় উপজেলায় অন্তভুক্ত স্বেচ্ছাসেবী, সরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলো তৎপর রয়েছে।

জানা যায়, সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি), শুভসংঘ, গলাচিপা ফাউন্ডেশনসহ একাধিক সংগঠন ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। বিগত দুই দিন ধরেই মাঠে ঘাটে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়াসহ জনসাধারণকে  সচেতন করছেন তারা। চলছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে এসব কর্মসূচি ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন।

ইউনিয়ন চেয়ারম্যানরা জানান, তারা ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। উপজেলার সাইক্লোন সেন্টারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে খুলে দেয়া হয়েছে। গর্ভবতী এবং বৃদ্ধ মানুষের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া বেরিবাধের বাহিরে যারা আছে তাদেরকে একে একে ট্রলার ও স্পিডবোট এর মাধ্যমে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হচ্ছে।