Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কুমিল্লায় এক পরিবারের নিহত ৩ জনের দাফন সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কুমিল্লায় এক পরিবারের নিহত ৩ জনের দাফন সম্পন্ন

October 27, 2022 05:39:31 AM   নিজস্ব প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কুমিল্লায় এক পরিবারের নিহত ৩ জনের দাফন সম্পন্ন

কুমিল্লা সংবাদদাতা:
কত আশা ,কত স্বপ্ন বুকে নিয়ে নিজের স্ত্রী, সন্তানকে নিয়ে সুন্দরভাবে থাকার আশায় প্রবাস থেকে এসেছিলেন নিজাম উদ্দিন।

নতুন বাড়িতে যাওয়ার আনন্দে মুখর সময় কাটছিলো তাদের। সর্বনাশা সিত্রাং এর তান্ডবে বিশাল গাছ ভেঙে পড়ল তাদের বুকের উপর। একসাথেই শেষ হয়ে গেল তাদের সকল স্বপ্ন ও আশা। চীরনিদ্রায় শায়িত হলো স্বামী,গর্ভবতী স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান।

সোমবার রাত ১১টার দিকে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘরের ওপর গাছ পড়ে নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের শিশুকন্যা লিজা (৪) নিহত হন।

আজ বুধবার সকালে হেসাখাল বাজার হাইস্কুল এন্ড কলেজ মাঠে  হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।