
নেত্রকোনা সংবাদদাতা:
শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নেত্রকোনা সদর উপজেলার কান্দুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতী রানী বিশ্বাস।
আজ বুধবার প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখলিমা আক্তার বলেন, "স্যারের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন অত্যন্ত ভালো শিক্ষক। আমরা চাকরিজীবনের শুরু থেকেই দেখেছি, তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। ফলে আমাদের সহকারী শিক্ষকদের কেউ ফাঁকি দেওয়ার সুযোগ পেত না। তিনি দক্ষতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করতেন। স্যারের নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এখান থেকে কোনো শিক্ষক যদি প্রমোশন নিয়ে কোথাও যান, তবে স্যারকে অনুকরণ করে তিনিও দক্ষতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।"
সতী রানী বিশ্বাস ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর নেত্রকোনা সদর উপজেলার ২২নং কান্দুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ ৩৯ বছর ৯ মাস ৮ দিন পর, আজ ১৯ ফেব্রুয়ারি তার কর্মজীবনের অবসান ঘটে।