
বিএনপির তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার হাজী ক্যাম্পের সামনে মিছিল করে পেট্রোল দিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং ২টা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা অবরোধ করে। এতে করে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেন। পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।