Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / চাঁদাবাজির অভিযোগ: বিষয়ে যা বললেন সমন্বয়করা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদাবাজির অভিযোগ: বিষয়ে যা বললেন সমন্বয়করা

August 14, 2024 02:13:35 PM   অনলাইন ডেস্ক
চাঁদাবাজির অভিযোগ: বিষয়ে যা বললেন সমন্বয়করা

 

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। যারা এসব কাজ করছেন, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

“আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচার নিশ্চিত করবো,” মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া একটি ভিডিওবার্তায় বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি আরও বলেন, “সমন্বয়ক বা সহ-সমন্বয়ক এগুলো স্বেচ্ছাসেবক। তারা কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারেন না, এই জায়গাটা খুবই স্পষ্ট।”

দেশে কোথাও নতুন করে সমন্বয়ক বা সহ-সমন্বয়ক ঘোষণা করা হচ্ছে না বলেও জানিয়েছেন মি. আবদুল্লাহ।

“বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সমন্বয়ক বা সহ-সমন্বয়ক কোনো কমিটি দিচ্ছি না। এ ধরনের কোনো পরিকল্পনাও নেই,” বলেন তিনি।

অন্যদিকে, সমন্বয়ক পরিচয়ে কেউ একদলীয় শাসন কায়েম করতে চাইলে তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম।

“ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সমন্বয়কদের নাম ভাঙিয়ে কেউ যদি বাকশাল কায়েম করতে চায়, তাদের চিনে রাখুন, বয়কট করুন। তারা আমাদের কেউ নয়,” নিজের এক ফেসবুক পোস্টে লিখেছেন মি. আলম।