Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / চাঁদা না দেওয়ার জেরে শাজাহানপুরে নৃশংসভাবে কলেজ শিক্ষক খুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদা না দেওয়ার জেরে শাজাহানপুরে নৃশংসভাবে কলেজ শিক্ষক খুন

September 03, 2023 11:25:15 AM   নিজস্ব প্রতিনিধি
চাঁদা না দেওয়ার জেরে শাজাহানপুরে নৃশংসভাবে কলেজ শিক্ষক খুন

বগুড়া প্রতিনিধি:
চাঁদা না দেওয়ার জের ধরে বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসীদের হাতে প্রকাশ্যে দিবালোকে নৃশংস ভাবে খুন হয়েছেন শাহ্জালাল তালুকদার পারভেজ (৪৮) নামের এক কলেজ শিক্ষক। শনিবার সকাল সারে ১০টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় ফকিরপাড়ায় বিভৎস এ হত্যাকান্ডটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি ছোরা উদ্ধার করেছে।

নিহত পারভেজ উপজেলার শাবরুল এলাকার মুনসুর রহমান মন্টু মেম্বারের ছেলে। পারভেজ বগুড়া সদরের কৈচড় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেণ্ট কলেজে প্রভাষক পদে কর্মরত এবং আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, মাস দুয়েক আগে শাবরুল বাজার এলাকায় ১ কোটি টাকায় একটি ৩ তলা বাড়ি কিনে পারভেজের পরিবার। এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ পারভেজের পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। কিন্তু পারভেজের পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে সন্ত্রাসী গ্রুপটি ক্ষুব্ধ হয় এবং পারভেজ ও তার বড়ভাই পান্নুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এরপর থেকে সন্ত্রাসী গ্রুপটি সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে গত ২৩ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে পারভেজের বড়ভাই নুরুজ্জামান পান্নু (৫২) কে সন্ত্রাসীরা তুলে নিয়ে যায় এবং ছুরিকাঘাতে গুরুতর আহত করে। ওই ঘটনার পর ফের পারভেজকে মেরে ফেলার হুমকি দেয়। শনিবার সকাল সারে ১০টার দিকে পারভেজ মোটর সাইকেল যোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। দুর্গাপুর-রাণীরহাট সড়কের মাথাইল চাপড় সাঁকো’র নিকট পৌঁছামাত্র পূর্বথেকে অটোরিক্সা নিয়ে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে পারভেজের গতি রোধ করে এবং চলন্ত অবস্থায় পারভেজকে কোপাতে থাকে। নিরুপায় পারভেজ নিজের মোটর সাইকেলটি রাস্তায় ফেলে রেখে জীবন বাঁচাতে রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াতে থাকে। এক পর্যায়ে মাথইল চাপড় ফকিরপাড়ার সুমন নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সন্ত্রাসীরা পারভেজের পিছে পিছে ওই বাড়িতে ঢুকে পড়ে এবং মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে ও ঘারে একাধিক রক্তাক্ত জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, সাগর নামের এক সন্ত্রাসী বিগত ৩ বছর যাবত শাবরুল এলাকায় সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। চাঁবাজি, দখলবাজি ও মাদকের ব্যবসা করতে গিয়ে ২০২১ সালের ৩০ মে স্বেচ্ছাসেবকলীগ নেতা শিহাব উদ্দিন বাবুকে নৃশংস ভাবে খুন করে সন্ত্রাসী সাগর। এরপর গত ২৩ জুলাই পারভেজের বড় ভাই পান্নুকে ছুরিকাহত করে গুরুতর আহত করে। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়েছে। তারপরও সাগরের অপকর্ম থামেনি। শাবরুলবাসি এই সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চায়।

সন্ত্রাসীদের নৃশংসতায় কলেজ শিক্ষক পারভেজ খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২টি বড় আকারের ছোরা উদ্ধার করা হয়েছে। খুনিদের শনাক্ত পূর্বক গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।