Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চীনের ১০০০ শয্যার হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে সংহতি সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চীনের ১০০০ শয্যার হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে সংহতি সভা

April 19, 2025 09:09:35 PM   উপজেলা প্রতিনিধি
চীনের ১০০০ শয্যার হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে সংহতি সভা

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের উপহারে নির্মিতব্য ১০০০ শয্যার হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলার রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।

বক্তব্য রাখেন- সাংস্কৃতিক সংগঠক আলমগীর কবীর বাদল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামদুন্নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, চিকিৎসক নেতা ফেরদৌস হোসেন মঞ্জু, ডা. শামসুজ্জোহা সাজু ও ডা. আসাদুজ্জামান সাজু, ব্যবসায়ী নেতা মকসুদার রহমান শাহান, জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সহকারী সম্পাদক ফয়সাল কবির রানা, ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম প্রমুখ। ছাত্র-জনতার পক্ষে সভা পরিচালনা করেন ফিহাদুর রহমান দিবস।

বক্তারা বলেন, দেশের সবচেয়ে অবহেলিত জেলার একটি গাইবান্ধা। এখানে কোনো কলকারখানা নেই, নেই কর্মসংস্থানের সুযোগও। সাধারণ মানুষের উন্নত চিকিৎসা গ্রহণে যেতে হয় রংপুর বা ঢাকায়। অথচ গাইবান্ধায় ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের মতো পর্যাপ্ত জায়গা রয়েছে।

তারা আরও বলেন, গাইবান্ধায় ‘বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল’ নির্মিত হলে শুধু গাইবান্ধাই নয়, পুরো বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষ উপকৃত হবে।

সভা থেকে অবিলম্বে চীনের সহায়তায় ১০০০ শয্যার হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।