Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, হাসপাতালে চালক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, হাসপাতালে চালক

March 14, 2024 10:10:49 AM   নিজস্ব প্রতিনিধি

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে নাক ফেটে গুরুতর আহত হয়েছেন ট্রেনচালক মো. আতিকুল ইসলাম (৪২)।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রেনচালক আতিকুল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত এসআই হানিফ মিয়া।

তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বোকাইনগর এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ শুরু করে দুর্বৃত্তরা। পাথর এসে ট্রেনচালক মো. আতিকুল ইসলামের নাকে লাগে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রেনচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ সময় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।