
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটিতে বিষাক্ত সাপের কামড়ে প্রাণে বেঁচে গেলেন এক ইউপি সদস্য। জানা গেছে, জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনা রহমান (৪৫) সোমবার সন্ধ্যায় এক বিষাক্ত সাপ কামড়ালে প্রাথমিকভাবে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এরপর তার অবস্থা গুরুতর হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের চিকিৎসাধীন অবস্থায় তিনি সুস্থ রয়েছেন।