
পঞ্চগড়ে জন্মগত ত্রুটির কারণে দুই মাথা নিয়ে এক নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে শিশুটির জন্ম হয়। শিশুটির শরীরে স্বাভাবিকভাবে দুইটি হাত এবং দুইটি পা থাকলেও দুইটি মাথা ছিল।
হাসপাতালের নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রের সামনে শিশুটিকে এক ঝলক দেখতে অনেকেই জমায়েত হন। তবে, জন্মের কিছু পর শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। দুপুর সোয়া ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটির বাবা, চা শ্রমিক মাজেদুল ইসলাম জানান, গত ২০২২ সালের সেপ্টেম্বরে তার বিয়ে হয় এবং এই সন্তান ছিল তার প্রথম সন্তান। গতকাল (১২ মে) আলট্রাসনোগ্রামে চিকিৎসক জানিয়েছিলেন, দুটি সন্তান রয়েছে। তবে, শিশুটির জন্মের সময় তার শরীরের সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু দুইটি মাথা নিয়ে জন্ম নেয়।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আবু সায়েম জানান, শিশুটির মা হাসপাতালে আসার সময় তার পেটের পানি কম ছিল এবং শিশুটি মায়ের পেটে মেকোনিয়াম পাশ করেছিল, যার কারণে তার শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকরা শিশুটিকে সুস্থ করার চেষ্টা করলেও তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, শিশুটি মায়ের পেটে ময়লা খেয়ে অসুস্থ হয়ে পড়ে, যার ফলে তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায় এবং পরে মারা যায়।
শিশুটি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট মহারাজার দিঘী গ্রামের চা শ্রমিক মাজেদুল ইসলামের প্রথম সন্তান ছিল।