Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে ১০০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে ১০০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ

May 13, 2025 09:38:05 PM   অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে ১০০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের নিশিন্দাহাটি এলাকার কুড়াডাঙ্গা বিলে ১০০০ মিটার চায়না দুয়ারি জালসহ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি ও উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ মোসলেহ উদ্দিনসহ আরও অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, “ছোট মাছ নিধনে ব্যবহৃত ১০০০ মিটার চায়না দুয়ারি জালসহ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। এগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”