Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাঁচবিবিতে পুলিশের এসআই আলমগীর হোসেনকে ছুরিকাঘাত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাঁচবিবিতে পুলিশের এসআই আলমগীর হোসেনকে ছুরিকাঘাত

May 13, 2025 09:36:42 PM   অনলাইন ডেস্ক
পাঁচবিবিতে পুলিশের এসআই আলমগীর হোসেনকে ছুরিকাঘাত

জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর (২৯) ছুরিকাঘাতে আহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের আরজি পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী মর্জিনা জানান, স্থানীয় বেলালের স্ত্রী খালেদা পারিবারিক নির্যাতনের অভিযোগে পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে যান এসআই আলমগীর। সেখানে তিনি জানতে পারেন, বেলাল ও রফিকুলের ছেলে রাফি (১৯) মিলে খালেদাকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করেছে।

জিজ্ঞাসাবাদের সময় রাফি এসআই আলমগীরের ওপর চড়াও হয় এবং পকেটে থাকা চুল কাটার কাঁচি দিয়ে তার ডান পায়ের হাঁটুর উপরে এবং বাম হাতে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার কাজী ইসমাইল হোসেন জানান, এসআই আলমগীর কবীরের ডান পায়ের হাঁটুর উপরে গভীর আঘাত এবং বাম হাতে ছোট ছোট ক্ষত রয়েছে। দ্রুত চিকিৎসা দেওয়ায় তিনি বর্তমানে স্থিতিশীল আছেন।

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে যান জয়পুরহাটের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনাস্থলও পরিদর্শন করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল হোসেন বলেন, “স্বামী-স্ত্রীর পারিবারিক একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”