
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটিতে নির্মাণাধীন আইকনিক রেলওয়ে স্টেশন, ফুটওভার ব্রিজ, নির্মাণাধীন দ্বিতীয় প্ল্যাটফর্ম ও চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ পরিদর্শন করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব সেলিম রেজা। সোমবার বিকালে তিনি গ্যাংকার যোগে চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে হলদিবাড়ি সীমান্ত গেট (বাংলাদেশ অংশে) পরিদর্শন করেন। এ সময় ডোমার উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।