Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চাঁদপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

September 29, 2022 08:16:53 AM   নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে হুজুগ, গুজব ও জঙ্গিবাদের বিরুদ্ধে হেযবুত তওহীদের আয়োজনে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের নতুন সমর্থকদের নিয়ে এ আলচনা সভা অনুষ্ঠিত হয়। আজ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা বাজারে জেলা হেযবুত তওহীদ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় আমির মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, “সত্য যখন আসে মিথ্যা তখন দুরীভূত হয়। আজ সত্য সমাগত, তাই অতিশীঘ্রই মিথ্যার পরাজয় আসবে। কিন্তু তার জন্য সকলের কাছে সত্যবাণী ও ইসলামের সঠিক আদর্শ পৌঁছে দিতে হবে।” তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের দেশও এসব বিষয়ে ঝূঁকিমুক্ত নয়। তাই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা নিরসনে সকলকে কাজ করতে হবে। মানুষকে এসব থেকে দূরে রাখতে হলে তাদের সচেতন করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন, শাহরাস্তি উপজেলা সভাপতি মাহবুব আলম প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেনজেলার নতুন যোগদানকারী কর্মী ও শুভাকাক্সক্ষীগণ।