Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / চুকনগর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চুকনগর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

June 12, 2022 10:58:59 PM  
চুকনগর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

জিয়াউর রহমান, ডুমুরিয়া সংবাদদাতা:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ১৯৭১ সালের গণহত্যাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের লক্ষে গত শনিবার বিকালে গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে চুকনগর কলেজ গণহত্যা অডিটরিয়মে এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, চুকগনর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, সাবেক অধ্যাপক হাসেম আলী ফকির, অধ্যাপক অনিন্দ সুন্দর মন্ডল, শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুরঞ্জিত কুমার বৈদ্য, কবি ইব্রাহিম রেজা, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যাপক কল্যান কান্তি হালদার, অধ্যাপক অচিন্ত বিশ্বাস, অধ্যাপক মুইনুল ইসলাম, অধ্যাপক তাপস মজুমদার, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আশুতোষ নন্দী,  প্রধান শিক্ষক প্রভাত বৈদ্য, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, যুবলীগ নেতা ইকবল হোসেন সালাম, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম বাবু প্রমুখ।

সভায় ৭১ স্মৃতি রক্ষা পরিষদের কর্মকান্ডকে বেগবান করার লক্ষে একটি সুন্দর কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।