


গাজীপুর সংবাদদাতা:
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসানসহ পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত ৩১ জন কর্মকর্তাকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতি জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৩ অনুসারে প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং: ০৫,০০,০০০০,০০০,১৩৩.১২,০১২২.২৫-৫৮৪, তারিখ: ২৫-১১-২০২৫ অনুযায়ী এই পদোন্নতি কার্যকর হয়েছে। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
২৬ নভেম্বর (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে ৩১ জন অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত কর্মকর্তাকে এই পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান অন্যতম।
পদোন্নতির পর বুধবার জিএমপির নবাগত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার মো. জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জিএমপির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।