Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাকির হোসেন মাহিনের মৃত্যুতে এসএসসি-৮৬র শোক সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাকির হোসেন মাহিনের মৃত্যুতে এসএসসি-৮৬র শোক সভা

June 22, 2024 10:02:10 PM   স্টাফ রিপোর্টার
জাকির হোসেন মাহিনের মৃত্যুতে এসএসসি-৮৬র শোক সভা

নিজস্ব সংবাদদাতা:
এসএসসি-৮৬ বাংলাদেশের এডমিন প্যানেলের সদস্য এবং খিলগাঁও জোনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাহিনের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর খিলগাঁওস্থ পল্লীমা সংসদের সেমিনার হলে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খিলগাঁও জোনের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাবুলের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন এসএসসি ৮৬’র সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি।

আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি জোনের সভাপতি আনোয়ারুল হক, খিলগাঁও জোনের সভাপতি সেলিম খানসহ এসএসসি ৮৬’র ধানমন্ডি ও খিলগাঁও জোনের সদস্য-সদস্যাগণ। শোকসভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি কান্না জড়িত কন্ঠে বলেন, জাকির হোসেন মাহিন অত্যন্ত বন্ধুবৎসল ছিল। বিপদে আপদে তাকে ডাক দিলে সবসময় পাওয়া যেত। তার মৃত্যুতে আমরা ৮৬ ব্যাচের বন্ধুরা একজন ভালো সাথী হারালাম।

জাকির হোসেন মাহিন (2)
 অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।