Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরার আলোচিত জসিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরার আলোচিত জসিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

December 07, 2024 09:10:21 PM   স্টাফ রিপোর্টার
জাজিরার আলোচিত জসিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শরীয়তেপুরের জাজিরা উপজেলার ইউপি সদস্যের ছেলে আলোচিত জসিম মোল্লা হত্যা মামলার প্রধান আসামী জলিল শিকদারকে (৪০) কে  গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে র‌্যাব-৮ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে জেলার জাজিরা থানা পুলিশ।

শনিবার দুপুরে  তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। প্রধান আসামি জলিল শিকদার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের মুন্সিকান্দী গ্রামের বাসিন্দা। নিহত জসিম মোল্লা (৩৫) উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও মোল্যা কান্দী গ্রামের আইয়ুব মোল্যার ছেলে।

গত ১৫ আগস্ট দিনে দুপুরে উপজেলার বি.কে.নগর ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জসিম মোল্যাকে হত্যা করেছিল দুর্বৃত্তরা।

এ ঘটনায় জসিমের বাবা আইয়ুব আলী মোল্যা বাদী হয়ে জলিল শিকদারকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে জাজিরা থানায় একটি হত্যা  মামলা দায়ের করেছেন ।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছিলেন মামলার  প্রধান আসামী জলিল শিকদার। ৩ মাস ২১ দিন পর তাকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। বাকি আসামীরা পলাতক এখনো রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল জনাব মো. আহসান হাবীব দেশেরপত্রকে বলেন , আলোচিত জসিম হত্যা মামলার প্রধান আসামি জলিল শিকদারকে আটকের পর আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।