Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় ডিবির অভিযানকালে একব্যক্তির মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় ডিবির অভিযানকালে একব্যক্তির মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

January 26, 2025 02:07:49 PM   স্টাফ রিপোর্টার
জাজিরায় ডিবির অভিযানকালে একব্যক্তির মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

শরীয়তপুরের জাজিরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চলাকালে মিলন বেপারী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, ডিবি পুলিশের মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। আর পুলিশ বলছে, আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মিলন বেপারী ওই এলাকায় মৃত আমজাদ বেপারীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) রাতে জাজিরার পদ্মা সেতু এলাকায় মাদকবিরোধী অভিযান চালান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক নওশের আলীসহ ৮ সদস্য। অভিযান চলাকালে মোজাম্মেল নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করে তারা। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার কালু বেপারী কান্দি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল বেপারীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জামাল বেপারীর প্রতিবেশী এবং তার মামা মিলন বেপারী আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে যায়, পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে পরিবারের অভিযোগ, ডিবি পুলিশ পরিচয়ে তাকে ঘর থেকে বের করে মারধর করা হলে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের উপস্থিতিতে লাশের প্রাথমিক সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের প্রতিবেশী ইসমাইল বেপারীর স্ত্রী আনোয়ারা বেগম (৫২) জানান, নিহত মিলন বেপারী দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন। গত দুই বছর আগে একবার স্ট্রোকও করেছিলেন মিলন বেপারী।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আকরাম এলাহী বলেন, রাতে মরদেহ নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আদিবুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারকালে তার মামা আতঙ্কিত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়, পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরবর্তীতে নিহতের পরিবার তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করলে লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হয়েছে, কিন্তু সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।