
শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় নজরুল মাদবর (৩৫) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে নিহত নজরুল মাদবরের পরিবার, বন্ধু এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাজিরা পৌরসভার আড়াচন্ডি মোড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়। এ সময় উপস্থিত জনতা নজরুল হত্যার প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, "হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও শাস্তি চাই। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।"
জানা যায়, গত ১৫ নভেম্বর সকালে প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে বোরহান, তার ভাই রাজন, সালাম, জলিলসহ কয়েকজন নজরুল মাদবর, তার দুই ভাই এবং বাবার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত নজরুল ও তার পরিবারকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর নজরুল ও তার ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরদিন ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় নজরুল মাদবর মারা যান। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।