Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জাজিরায় মাটিচাপা অবস্থায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাজিরায় মাটিচাপা অবস্থায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

September 25, 2024 07:58:29 PM   স্টাফ রিপোর্টার
জাজিরায় মাটিচাপা অবস্থায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাটির নিচ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার বেলা ২টার দিকে সেনেরচর ইউনিয়নের মানিকনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোকলেছ দেওয়ান নামে এক ব্যক্তির পুকুর বালু দিয়ে ভরাট করা হয়েছিল। তবে বৃষ্টির কারণে সেই ভরাট মাটি সরে গিয়ে একটি হাত বেরিয়ে আসে। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহের পরনে ছিল লাল রঙের সালোয়ার-কামিজ। প্রাথমিক ধারণা অনুযায়ী, ৮ থেকে ১০ দিন আগে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে মাটিচাপা দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল আহসান হাবিব জানান, এলাকার লোকজন অর্ধগলিত হাত দেখতে পেয়ে পুলিশ খবর দিলে তৎক্ষণাৎ জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মড়দেহ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে  তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।