
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে) তিনি এই ভাষণ দেবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার এই ভাষণটি "যুগান্তকারী" হবে এবং বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে। ভাষণে তিনি বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অন্যান্য বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।