
ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন নিরব এবং মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম।
বক্তারা বলেন, “ফ্যাসিস্ট সরকার জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ। ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ইসকন ইস্যুতে আমাদের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না। দেশের সম্মান রক্ষায় প্রয়োজনে জীবন দিতেও আমরা প্রস্তুত।"
তারা আরও বলেন, “ভারত যদি সত্যিই বন্ধু রাষ্ট্র হতো, তাহলে তারা শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রেখে আর বর্ষায় অতিরিক্ত পানি দিয়ে আমাদের ক্ষতি করত না। ভারত জনগণকে নয়, বরং শেখ হাসিনাকে ভালোবাসে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।