Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / জামালপুরে ট্রেনে উঠে রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামালপুরে ট্রেনে উঠে রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

February 26, 2025 11:35:00 AM   অনলাইন ডেস্ক
জামালপুরে ট্রেনে উঠে রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

জামালপুরে চলন্ত ট্রেন থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর মরদেহটি উদ্ধার করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে তিনি জানান, আনুমানিক ৬০ বছর বয়সী লম্বা ও রুগ্ন চেহারার ওই ব্যক্তি ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ওঠেন এবং ট্রেনের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন।

ট্রেনটি নান্দিনা রেল স্টেশনে পৌঁছালে পাওয়ার কার ও একটি বগির মাঝের করিডোরে হঠাৎ তিনি পড়ে যান। যাত্রীরা তার মাথায় পানি ঢাললেও তিনি আর সাড়া দিচ্ছিলেন না। পরে রাত সাড়ে ১১টায় জামালপুর স্টেশনে ট্রেন থামার পর তার মরদেহ নামানো হয়। তবে মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।