Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / জামালপুরে মাসব্যাপী শুরু হলো ৫০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামালপুরে মাসব্যাপী শুরু হলো ৫০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা

April 21, 2025 07:46:15 PM   অনলাইন ডেস্ক
জামালপুরে মাসব্যাপী শুরু হলো ৫০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে ৫০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা শুরু হয়েছে। প্রতি বছর ৩০ চৈত্র দিবাগত রাত ১২টা অর্থাৎ পহেলা বৈশাখের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মেলা, যা চলে বৈশাখের শেষ দিন রাত ১২টা পর্যন্ত।

জানা যায়, এটি শুরু হয়েছিল প্রায় ৫০০ বছর আগে, যখন সুদূর ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে জামালপুরের মেলান্দহের দুরমুঠে আগমন করেন হজরত শাহ কামাল (রহ.), যিনি এখানে আস্থানা স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন এবং এখানেই তাঁর ইন্তেকাল হয়। তার কবরকে কেন্দ্র করে গড়ে উঠেছে কামালের মাজার, এবং সেই থেকে প্রতি বছর ওরশ শরীফ পালিত হচ্ছে।

এই ওরশ শরীফকে কেন্দ্র করে দুরমুঠে বসে মাসব্যাপী কামাল মেলা, যেখানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, আশেকান এবং জাকেরান জড়ো হন।

প্রতিবছর দোয়া-মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ওরশ শরীফ এবং কামাল মেলার। ইতোমধ্যে মাজারের আশপাশের মাঠে হাজারো ভক্ত তাদের আস্থানা গেড়েছেন।