
বাংলাদেশ জুলাই-আগস্ট গণহত্যায় অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়ের করতে পারবে বলে জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খান। জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
প্রেস উইংয়ের তথ্যমতে, এ বৈঠকে অধ্যাপক ইউনূস জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের সময় গণহত্যার অপরাধীদের বিরুদ্ধে আইসিসিতে মামলা করার পদ্ধতি সম্পর্কে জানতে চান। তখন করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ-ভিত্তিক আইসিসিতে মামলা করতে পারে, তবে এর জন্য আইসিসির নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলতে হবে।
এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট ও ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আলাপ করা হয়। করিম খান জানান, ২০১৯ সালে রোহিঙ্গা নির্বাসন নিয়ে তদন্তের অগ্রগতি অব্যাহত রয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশ সফর করবেন।