Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই: জাসদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই: জাসদ

February 24, 2025 01:07:37 AM   উপজেলা প্রতিনিধি
জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই: জাসদ

উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহে তিনজনকে হত্যার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গণবাহিনীর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় জাসদ এক বিবৃতিতে জানিয়েছে, জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় নিশ্চিত করেছেন। তিনি নিজেও তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিবৃতিটি প্রকাশ করেছেন।

জাসদের কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "গতকাল ঝিনাইদহে তিনজনকে হত্যার ঘটনায় কয়েকটি সংবাদমাধ্যমে জাসদ গণবাহিনীর নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। জাসদ স্পষ্টভাবে জানাচ্ছে, জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই।"

বিবৃতিতে আরও বলা হয়, "জাসদ রাজনৈতিক, আদর্শিক ও সাংগঠনিকভাবে কোনো ধরনের চরমপন্থা, চরমপন্থী সংগঠন, সশস্ত্র তৎপরতা বা সশস্ত্র সংগঠনকে অনুমোদন বা সমর্থন করে না। এ ধরনের কোনো সংগঠনের সঙ্গে জাসদের নাম যুক্ত না করতে মিডিয়া ও সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।"