টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির এনামুল হক বাপ্পা বলেছেন, এক শ্রেণির উগ্রবাদি লোক হুজুগ-গুজব সৃষ্টি করে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জঙ্গিবাদের উত্থান ঘটানোর পাঁয়তারা করছে। তাই আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে সমস্ত অপশক্তিকে রুখে দিতে হবে।
গত ৯ ডিসেম্বর মির্জাপুর উপজেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় আমির এনামুল হক বাপ্পা।
তিনি বলেন, দেশে যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে তার প্রধান কারণ হচ্ছে ধর্মের নামে হুজুগ, গুজব তুলে ধর্মপ্রাণ মানুষের ইমানকে হাইজ্যাক করে ধর্মের নামে অধর্ম প্রতিষ্ঠা করা। আমরা হেযবুত তওহীদ দেশের মানুষকে ধর্মের সঠিক ব্যাখ্যা দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আহবান করছি। আমরা সকল প্রকার অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, বন্ধ করতে উগ্রবাগ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মো. ওমর খান, মির্জাপুর উপজেলা সভাপতি মো. হুমায়ুন কবির, জেলা সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সহকারী স্বাস্থ্য সম্পাদক ডা. নাজমুল হোসেন, সখিপুর উপজেলা সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।