
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু'র বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে উপজেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী মৎস কর্মকর্তা আলা উদ্দিন। মতবিনিময় সভায় মহেশপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলা উদ্দিন বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।