Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৬ জেলে আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৬ জেলে আটক

October 29, 2022 11:06:36 PM   জেলা প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৬ জেলে আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরায় ৩৬ জেলেকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হাজার মিটার সুতার জাল, ৪০০ কেজি ইলিশ মাছ, দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। গত শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. সেলিম হোসেন তাদের এ জরিমানা করেন। এর আগে একই দিন ভোর রাতে উপজেলার রহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এ কে এম শফিউল কিঞ্জল। তিনি বলেন, গত শুক্রবার রাতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরায় এক হাজার মিটার সুতার জাল, ৪০০ কেজি ইলিশ মাছ, দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৩৬ জন ছেলেকে আটক করা হয়। পরে গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে ৯০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেয়। একই সঙ্গে জব্দকৃত মাছ এতিমখানায় দিয়ে দেন।