Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / জুড়িতে বন্যার্তদের মাঝে ‘আমার বাংলা সমাজ কল্যাণ সংস্থা’র আর্থিক অনুদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জুড়িতে বন্যার্তদের মাঝে ‘আমার বাংলা সমাজ কল্যাণ সংস্থা’র আর্থিক অনুদান

June 29, 2022 06:43:29 AM  
জুড়িতে বন্যার্তদের মাঝে ‘আমার বাংলা সমাজ কল্যাণ সংস্থা’র আর্থিক অনুদান

জুড়ি প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বন্যা কবলিত কর্মহীন মানুষের মাঝে ‘আমার বাংলা সমাজ কল্যাণ সংস্থা, মৌলভীবাজার’ এর উদ্যোগে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় জুড়ি রেল কলোনীর শুকনো স্থানে বিভিন্ন এলাকার কর্মহীন বন্যার্ত মানুষকে জড়ো করে এনে এসব নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মো. জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক ফখরুল ইসলাম, গণমাধ্যম ও অনলাইন সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমদসহ প্রচার সম্পাদক কামরুল ইসলাম সুলতান, আহমেদ কবির, মো. আবু তাহের ভূঁইয়া প্রমুখ।