
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কামাল আহমদ কে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার জাঙ্গিরাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জুড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এর নের্তৃত্বে এসআই অনিক রঞ্জন দাশ সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিচ ইয়াবাসহ মো. কামাল আহমদ (৪৮)কে আটক করা হয়।
কামাল জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের মৃত শিশু মিয়া ছেলে, সে দীর্ঘদিন যাবৎ তার নিজস্ব ব্যবসার আড়ালে জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বেও তাকে মাদকসহ আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়। জামিনে এসে পুনরায় সে আবার মাদক ব্যবসা শুরু করেছে।
এ ব্যপারে জুড়ী থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে পুনরায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।