Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের দাবি মোঈদ ফারুকের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের দাবি মোঈদ ফারুকের

May 20, 2024 04:48:00 PM   জেলা প্রতিনিধি
জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের দাবি মোঈদ ফারুকের

মৌলভীবাজার প্রতিনিধি:
অনিয়ম, কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগ এনে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন পরাজিত সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুক।

সোমবার (২০ মে) দুপুর ১২টায় জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

নির্বাচনে কারচুপির বিষয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে জনগনের রায়কে কিভাবে পরিবর্তন করা হয়েছে। ৪৪টি কেন্দ্রের মধ্যে প্রায় ২৩টি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতি হয়েছে। যার সাথে নির্বাচন সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা ও বিজয়ী প্রাথীর লোকজন জড়িত ছিল। তিনি নির্বাচন কমিশনের নিকট জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটিতে পুননির্বাচন ঘোষণার দাবি জানান।

এছাড়াও নির্বাচনের পূর্বে দৈনিক প্রথম আলো পত্রিকায় “এবার মোঈদের আছে ৭০ লাখ টাকার প্রাডো গাড়ী” শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা দাবি করেন তিনি। সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, মূলত প্রাডো গাড়ীটি তিনি ২০০৯ সালে ক্রয় করলেও ২০১৯ সালের নির্বাচনের সময় গাড়ীটির মালিকানা তার না থাকায় তিনি তখনকার হলফনামায় তা উল্লেখ করতে পারেন নি।