
ফখরুল ইসলাম ও শাহ আলম:
আগামী ৮ মে অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন। আসন্ন নির্বাচনে জয়লাভ করতে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। প্রচারণা কালে সাধারণ মানুষদের মাঝে স্মার্ট, আধুনিক ও নিরাপদ উপজেলা গড়তে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রচারণাকালে সাংবাদিকদের সাথে কথা হয় উপজেলার কয়েকজন প্রার্থীর সাথে। এ সময় তারা নানা প্রতিশ্রুতির কথা জানান।
আনারস মার্কা নিয়ে ভোটের মাঠে এমএ মোঈদ ফারুক:
বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক জুড়ী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানেও দলের হয়ে কাজ করেছেন তিনি । বিগত দিনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েই বিজয় অর্জন করেন। এবার খুব শক্তভাবেই মাঠে নেমেছেন তিনি। প্রতীক পেয়েছেন আনারস। বিজয়ী হলে তিনি জুড়ী উপজেলাকে আধুনিক ও স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবেন বলে জানান।
যোগ্যতার স্বাক্ষর রাখতে চান চেয়ারম্যানপ্রার্থী মনি:
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি। আসন্ন নির্বাচনে কাপ পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি। জানা যায়, জুড়ী অঞ্চলের প্রিয়মুখ মনি এবার বাজিমাত ঘটাতে পারেন। দিন-রাত একাকার করে মনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। জয়ী হয়ে উপজেলাবাসীর নিকট যোগ্যতার স্বাক্ষর রাখতে রাখতে চান বলে জানান তিনি। নির্বাচিত হলে স্মার্ট এবং আধুনিক জুড়ী উপজেলা গঠনে প্রয়াসী হবেন জানান।
নিরাপদ এবং স্মার্ট উপজেলা গঠনে ব্রতী হবেন রিংকু:
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চলতি ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ। সিনিয়র নেতাদের আস্থাভাজন রিংকু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। রিংকু মানুষের সমর্থন পেয়ে বিজয়ী হলে আগামী দিনে জুড়ী উপজেলাকে আলোকিত নিরাপদ এবং স্মার্ট উপজেলা গঠনে ব্রতী হবেন বলে জানান।
মাদকমুক্ত ও স্মার্ট উপজেলা গঠনে কাজ করতে চান কবির:
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন প্রায় এক দশক যাবৎ যুক্তরাষ্ট্র প্রবাসী কবির উদ্দিন। নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কবির উদ্দিন ইতোমধ্যেই ভোটের জন্য গণসংযোগ করে যাচ্ছেন। ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী কবির বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই; এখন একটাই চাওয়া জুড়ী উপজেলার যুব সমাজকে মাদকমুক্ত করতে যা যা করা প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ করবো।
সর্বসাধারণের কল্যাণে কাজ করতে চান আলী হোসেন:
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেন। মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সমাজ হিতৈষী যুবক আলী হোসেন গরিব-দুঃখী মেহনতি মানুষের বন্ধু উল্লেখ করে সর্বস্তরের মানুষের কাছে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বিজয়ী হলে জুড়ী উপজেলায় মাদকমুক্ত পরিবেশ তৈরি করে সর্বসাধারণের কল্যাণে কাজ করতে চান।
সার্বিক উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবেন প্রার্থী জুয়েল:
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছেন জুয়েল আহমদ। তিনি লড়ছেন চশমা প্রতীক নিয়ে। জুয়েল রানা ইতোপূর্বে জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। এবারের নির্বাচনে জুয়েল রানার ফিল্ড অনেক ভালো বলে জানান তার সমর্থকরা। জয়ের ব্যাপারে তিনি খুবই আশাবাদী। জুয়েল বিজয়ী হলে জুড়ী উপজেলার সার্বিক উন্নয়ন ও জুড়ীবাসীর কল্যাণে নিজেকে বিলিয়ে দিবেন বলে জানান।
ভোট চাইতে দ্বারে দ্বারে তরুণ সমাজ সেবক ইকবাল:
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হয়েছেন। জানা যায়, ইতোমধ্যেই সমগ্র উপজেলাব্যাপী তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ইকবাল ভূঁইয়া। নির্বাচনে বিজয়ী হলে ইকবাল উপজেলার সর্বস্তরের মানুষের সন্তান হিসেবে নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চান। গরীব, দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু ইকবাল আহমদ’কে তালা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
মানুষের সেবায় কাজ করতে চান শামীম আহমেদ:
মানুষের সেবা করার ভাবনা থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আসা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদের। জানা গেছে, মাইক প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন চম্পকলতা গ্রামের বাসিন্দা ট্রাভেলস ব্যবসায়ী শামীম। জুড়ীবাসীর কল্যাণে লাইটেস স্ট্যান্ডে শামীম ট্রাভেলস করার পর দেশে-বিদেশে ব্যাপক সুনাম কামিয়েছেন তিনি। জুড়ীবাসী মূল্যায়ন করলে আগামী দিনে জুড়ী উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করতে চান শামীম। অসংখ্য প্রবাসী পরিবারের প্রিয়মুখ শামীম তার মাইক প্রতীকে ভোট দেয়ার জন্য নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বইয়ের আলোয় আলোকিত উপজেলা গড়তে চান শেখরুল:
শেখরুল ইসলাম জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বই প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হয়েছেন তিনি। বইয়ের আলোয় আলোকিত উপজেলা গড়তে চান শেখরুল। বিজয়ী হলে তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে জানান। তাছাড়া রাস্তা-ঘাট ব্রীজ-কালভার্টসহ সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবেন।
টিয়া পাখি প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আব্দুস সহিদ:
মাওলানা মোঃ আব্দুস সহিদ আনঞ্জুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি। বিগত দুটি নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। এবার তিনি পেয়েছেন টিয়াপাখি প্রতীক। নির্বাচিত হলে তিনি শততার সাথে গরিব-দুঃখী মানুষের সেবা করাসহ জুড়ী অঞ্চলের উন্নতি কল্পে কাজ করে যাবেন বলে জানান।
ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী:
রঞ্জিতা শর্ম্মা বিগত দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান। রঞ্জিতা শর্ম্মা এবার প্রজাপ্রতি প্রতীক নিয়ে রয়েছেন ভোটের মাঠে। নৃগোষ্ঠীর ভোট ছাড়াও উপজেলার চা বাগানগুলোতে রয়েছে তার যথেষ্ট ভোটার। এজন্য তিনি বিজয় ছিনিয়ে আনতে পারবেন বলে তার সমর্থকরা জানান। তবে তার সাথে অপর দুই মুসলিম মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও এবার ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। তারা হলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলসি প্রতীকের আজিবুন খানম ও বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিল্পী বেগম ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন এবার।