Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / জোড়া খুনের বিচার দাবিতে যশোর প্রেসক্লাবে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জোড়া খুনের বিচার দাবিতে যশোর প্রেসক্লাবে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

March 19, 2023 06:45:44 PM   জেলা প্রতিনিধি
জোড়া খুনের বিচার দাবিতে যশোর প্রেসক্লাবে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি:
২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগে জড়িত আসামিদের গ্রেফতার ও বিচার শুরুর দাবিতে যশোর প্রেসক্লাবে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‌‘বিচারের দীর্ঘসূত্রিতা বিচারহীনতারই নামান্তর’ পতিপাদ্য বিষয় নিয়ে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এতে মূলবক্তব্য পাঠ করেন, সংগঠনটির খুলনা-১ বিভাগীয় সভাপতি শামসুজ্জামান মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন- যশোর জেলা সাংগঠনিক সম্পাদক ডা.জাহিদ হাসান জনি, সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, শার্শা উপজেলা সভাপতি রেজাউল করিম, বিভাগীয় নারী নেত্রী আমতুস সালাম, যশোর জেলা নারী নেত্রী ফারহানা আক্তার ইলা প্রমূখ।

উল্লেখ্য মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হেযবুত তওহীদের  দুজন কর্মীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। আসামীদের বিচারের দাবি জানিয়ে ৭ দফা প্রস্তাবনা পেশ করেন নেতাকর্মীগণ।