
ভ্রাম্যমাণ প্রতিনিধি, জয়পুরহাট:
চৈত্রের শেষ বিকেল পার করে বৈশাখের আগমনে নতুন বছরের বার্তা নিয়ে সারাদেশের মতো জয়পুরহাটেও পালিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উপলক্ষে সোমবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের নেতৃত্বে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রত্যেকটি সংগঠন নিজস্ব ব্যানার, ফেস্টুন ও নানা রঙের সাজসজ্জায় শোভাযাত্রায় অংশগ্রহণ করে, যা পুরো এলাকা জুড়ে বৈশাখী আমেজ ছড়িয়ে দেয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয়। স্থানীয়দের উপস্থিতি ও অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।