Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতীত পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতীত পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী পালিত

September 28, 2023 01:29:16 PM   দেশজুড়ে ডেস্ক
ঝিনাইগাতীত পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদ-ই- মিল্লাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালিত হয়েছে। যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ কর্তৃক র‍্যালী, সংখিপ্ত আলোচনা,মিলাদ-কিয়াম সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন।

সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির প্রধান ফটক থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সভাপতি ও এনায়েতপুরী পাক দরবার শরীফের এজাজত প্রাপ্ত শিক্ষাদাতা মৌলভি মোহাম্মদ আলী আল মোজাদ্দেদীর নেতৃত্বে একটি র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে র‍্যালীতে কাদরিয়া, চিশতীয়া, নকসা বন্দিয়া, মোজাদ্দেদিয়া এ চার তরিকতের নেজবতের সকল আশেকান জাকেরান হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দেন। এসময় না'রায়ে তাকবির-আল্লাহু আকবার,নারায়ে রিসালাত-ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্বনিতে মুখরিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।

র‍্যালী শেষে মিল মালিক ও খাদ্য ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির মাঠ চত্বরে সংখিপ্ত আলোচনা,  মিলাত-কিয়াম ও দোয়া পরিচালনা শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে সম্পাপ্তি ঘটে।