
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীতে এক বিধবা নারীকে মৃত দেখিয়ে তার বিধবা ভাতা বাতিল করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। অভিযোগকারী খয়শ্বরী কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন সদস্য এবং উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের মৃত রত্নেশ্বর কোচের স্ত্রী।
খয়শ্বরী কোচ জানান, প্রায় পাঁচ বছর আগে তার নামে বিধবা ভাতার কার্ড তৈরি হয়। প্রথম চার বছর ভাতা নিয়মিত পেলেও গত এক বছর ধরে তিনি কোনো ভাতা পাননি। এ সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হন।
বিষয়টি জানতে তিনি বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেও কোনো সমাধান পাননি। অবশেষে গত বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন, তাকে মৃত দেখিয়ে তার ভাতার কার্ড বাতিল করা হয়েছে। এ খবর শুনে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন।
ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী জানান, "অনুসন্ধানের সময় খয়শ্বরী কোচ উপস্থিত না থাকায় তাকে নিরুদ্দেশ বা মৃত দেখানো হয়। এজন্য তার ভাতা বন্ধ করা হয়েছে।" তবে তিনি আশ্বস্ত করেছেন যে, বিষয়টি পুনরায় তদন্ত করে তার ভাতার কার্ড চালু করার ব্যবস্থা নেওয়া হবে।
খয়শ্বরী কোচের এই দুরবস্থার খবর জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ভাতার কার্ড পুনরায় চালু করতে এবং এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।