Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহে আগুনে পুড়লো কৃষকের পানের বরজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহে আগুনে পুড়লো কৃষকের পানের বরজ

May 08, 2023 05:47:35 PM   উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহে আগুনে পুড়লো কৃষকের পানের বরজ

সুজন বিশ্বাস:
ঝিনাইদহে ছয় কৃষকের প্রায় সাড়ে চার বিঘা পানের বরজ পুড়ে গেছে। তবে ওই আগুনের কারণ জানা যায়নি। রোববার বিকেল চারটার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফজলুর রহমানের জমির পানের বরজে প্রথমে আগুন ধরে। পরে এই আগুন ছয় কৃষকের বরজে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে তারা পৌঁছানোর আগেই ছয় কৃষকের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত চাষীদে মধ্যে ফজলুর রহমানের ১২ কাঠা, মিজার হোসেনের ১৪ কাঠা, রাজু হোসেনের ১৪ কাঠা, সুকুমার দাসের ১৫ কাঠা, স্মরিজৎ দাসের ১৫ কাঠা ও নিখিল দাসের ১৫ কাঠা জমির পান বরজ পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ফজলুর রহমান জানান, আগুন নেভানোর জন্য চেষ্টার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু আশেপাশে পানির সঙ্কট থাকায় আগুন নেভাতে দেরি হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। তবে আমরা পৌঁছানোর আগেই কৃষকের প্রায় সাড়ে চার বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।