
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)’ প্রকল্পের আওতায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২১ মে (বুধবার) বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে সেমিনারের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের।
সেমিনারে প্রান্তিক পেশাজীবী ১০টি জনগোষ্ঠীর ভূক্তভোগীদের নিয়ে জীবনমান উন্নয়নবিষয়ক দিক-নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে পরামর্শ দেন বাগেরহাট জেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা এস. এম. নাজমুস সাকিব।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, কালীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, গণমাধ্যমকর্মী জামির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুসাইন আহম্মেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন প্রমুখ।
সেমিনারে কামার, কুমার, নাপিত, জেলে ও হস্তশিল্পীসহ ১০টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।