
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
গত দুই দিনের টানা বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। যদিও পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে উপজেলার কয়েকটি ইউনিয়নে নদীর প্রতিরক্ষা বাঁধের ২ থেকে ৩টি স্থানে দেখা দিয়েছে তীব্র ঝুঁকি। ফলে নতুন করে বন্যার আশঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা।
বুধবার (২১ মে) সকাল থেকেই কমলগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। একই সঙ্গে ভারতের পাহাড়ি অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়তে থাকে।
কমলগঞ্জ থানা সংলগ্ন পুরাতন ধলাই সেতু এলাকা ঘুরে দেখা গেছে—নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গতি নিয়ে প্রবাহিত হচ্ছে।
ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকা দিয়ে ধলাই নদী প্রবাহিত হয়ে মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর, মুন্সিবাজার, রহিমপুর ইউনিয়ন এবং কমলগঞ্জ পৌরসভার ওপর দিয়ে দীর্ঘ ৫৪ কিলোমিটার পথ অতিক্রম করে মনু নদীতে মিলিত হয়েছে। নদীটির অনেক স্থানে আঁকাবাঁকা প্রবাহ থাকায় প্রতিরক্ষা বাঁধের কয়েকটি জায়গা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে পুরো উপজেলাজুড়ে নদীর তীরবর্তী স্থানে প্রতিরক্ষা বাঁধের অন্তত ৩-৪টি অংশ অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। এর আগেও এসব স্থান থেকে বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছিল, যাতে কৃষি ও বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
একজন স্থানীয় কৃষক বলেন, "যদি এবার আবারও ভাঙে, তাহলে আমাদের আর বাঁচার উপায় নেই। এখন যেভাবে পানি বাড়ছে, তাতে যেকোনো সময় বাঁধের দুর্বল অংশ ভেঙে যেতে পারে।"
তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তারা ধলাই নদীর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।