
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় (২য় ধাপে) ফরিদপুরের সালথায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু জানান, উপজেলার ৮টি ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ৩৫ জন জেলেকে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে। মৎস্য আহরণের পাশাপাশি গবাদিপশু পালন করে তারা জীবিকা নির্বাহ করতে পারবেন। এর ফলে দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ ও বৃদ্ধিতে তাদের অংশগ্রহণ কার্যকর ভূমিকা রাখবে।